সাতক্ষীরা প্রেসক্লাবের কমিটি গঠন আবু সাঈদ সভাপতি, আব্দুল বারী সম্পাদক


Desk News প্রকাশের সময় : অগাস্ট ২৫, ২০২৪, ১১:৪৩ পূর্বাহ্ন /
সাতক্ষীরা প্রেসক্লাবের কমিটি গঠন আবু সাঈদ সভাপতি, আব্দুল বারী সম্পাদক

সাতক্ষীরা প্রেসক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন হয়েছে। শনিবার (২৪ আগস্ট) সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সাধারণ সভায় ৫১ ভাগের অধিক সদস্যদের উপস্থিতিতে ও সর্বসম্মতিক্রমে এক বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সভাপতি হয়েছেন দৈনিক যুগের বার্তার সম্পাদক ও প্রকাশক আবু নাসের মোঃ আবু সাঈদ, সহ-সভাপতি বাংলাদেশ বেতারের সাতক্ষীরা সংবাদদাতা ফারুক মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক দৈনিক দিনকাল পত্রিকার আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক কাফেলার বার্তা সম্পাদক এম রফিক, সাংগঠনিক সম্পাদক দৈনিক তথ্যের সৈয়দ রফিকুল ইসলাম শাওন, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক দৈনিক সকালের সংবাদের এস, কে কামরুল হাসান, অর্থ-সম্পাদক দৈনিক লোকসমাজ পত্রিকার শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক দৈনিক যায়যায়দিন ও দৈনিক স্পন্দনের শাকিলা ইসলাম জুঁই, নির্বাহী সদস্য দৈনিক বনিক বার্তার গোলাম সরোয়ার, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের আব্দুল গফুর সরদার, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার মুহাঃ জিল্লুর রহমান, দৈনিক ইনকিলাব ও ডেইলি ইন্ডাসট্রি’র আক্তারুজ্জামান বাচ্চু, দৈনিক সমাজের কাগজ পত্রিকার আমিরুজ্জামান বাবু।
এর আগে সকাল ১১ টায় প্রেসক্লাবের সাবেক সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি’র সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত অধিকাংশ সদস্যরা বিগত কমিটির নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা, অর্থ লোপাটসহ গঠনতন্ত্র বহিঃভূত সকল কার্যক্রমের তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্র মোতাবেক ১৩ সদস্যের উপরোক্ত কমিটি গঠন করা হয়। #