মোংলা প্রতিনিধি
মোংলা পোর্ট পৌরসভার সদ্য অপসারিত সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রহমান, সাবেক পৌর চেয়ারম্যান শেখ আব্দুস সালাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেখ কামরুন্নাহার হাই ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিমসহ যুবলীগ ও ছাত্রলীগের ৮৭ নেতাকর্মীর নামে বাগেরহাট আদালতে পৃথক তিনটি মামলার আবেদন হয়েছে।
বাগেরহাটের জেলা দ্রুত বিচার আদালতে ৯ সেপ্টেম্বর মোংলার স্থানীয় বিএনপির নেতা কামাল হাওলাদার, বাবু মোল্লা ও ফাতেমা বেগম এই তিন মামলার আবেদন করেন। মামলা তিনটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে বলে জানা গেছে।
পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মামুন শেখ, সহ-সভাপতি নুর আলম জিকু, যুবলীগ নেতা মাখন মিজান, সেলিম শেখ, লিটন ফরাজি, মো. শাহাদাৎ, মো. ওয়াসিম, মইনুল হাসান মিন্টু, শহিদুল মোল্লা, আব্দুল জব্বার শিকদার, পৌর ছাত্রলীগের সভাপতি কাজি মোয়াজ্জেম হোসেন রানা, সাধারণ সম্পাদক শাহরুখ বাপ্পি, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাহিম হাসান অন্তর, শামীম, কাশেম,সাবেক পৌর মেয়র শেখ আব্দুর রহমানের জামাতা গোলাম কিবরিয়া , চাঁদপাই ইউনিয়নের চেয়ারম্যান ফকির তরিকুল ইসলাম ও অপর জামাতা মোড়েলগঞ্জ উপজেলার সদর ইউপির সাবেক চেয়ারম্যান মো. মাহমুদ হাওলাদারসহ ৮৭ জনের বিরুদ্ধে এই মামলার আবেদন করা হয়।
মামলার আবেদনে বাদীরা উল্লেখ করেন, আসামিরা প্রভাবশালী, চাঁদাবাজ ও চিহ্নিত সন্ত্রাসী। তারা গত ২০২১ সালের ১৫ জানুয়ারি রাত ১০টায় মাদরাসা রোড, শেহালাবুনিয়া ও আরাজী মাকোরঢোন সাইক্লোন শেল্টারের সামনে রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে রামদা ও লাঠিসোঁটা নিয়ে বাদীদের ওপর অতর্কিত হামলা চালিয়ে জখম করেন ।
আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকায় উল্লেখিত আসামিদের বিরুদ্ধে মামলা করতে পারেননি বলে ভুক্তভোগী কামাল হাওলাদার, ফাতেমা বেগম ও বাবু মোল্লা জানান। এদিকে অভিযুক্তরা পলাতক ও ফোন বন্ধ থাকায় চেষ্টা করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আপনার মতামত লিখুন :