ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সভায় আহবায়ক কমিটি গঠন


Desk News প্রকাশের সময় : অগাস্ট ২৫, ২০২৪, ১০:৫৪ অপরাহ্ন /
ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সভায় আহবায়ক কমিটি গঠন

জিয়াউল ইসলাম জিয়া :

ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সাধারণ সভায় সর্বসম্মতিকরমে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
২৫ ডিসেম্বর (২০২৪ ইং) রবিবার সকাল ১০ টায় সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিমিটেড এর নিজস্ব কার্যালয়ের সামনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়, তেলাওয়াতকারী হাফেজ ক্বারী মো: খালিদ বিন ওসমানী পেশইমাম, ভোমরা পূর্বপাড়া জামে মসজিদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মো: আশরাফুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লুৎফর রহমান মন্টু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভোমরা সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের আহবায়ক হাবিবুর রহমান হাবিব হাবিবুর রহমান হাবিব, তিনি বলেন আমরা ভোমরা স্থলবন্দরটাকে দুর্নীতিমুক্ত করতে চাই, এবং গত ৫ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আগমুহূর্ত পর্যন্ত এই ফাছিবাদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন ভোমরা স্থলবন্দরে দুর্নীতি ও চাঁদাবাজদের কারণে ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির টাকা লুটে খেয়েছে কার্যকরী কমিটির নেতারা। কিন্তু এখন থেকে ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতির কোন প্রকার দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের এখানে কোন ঠাই দেওয়া হবে না।

তিনি আরও বলেন যারা এই দুর্নীতি ও চাঁদাবাজের সাথে জড়িত ছিলেন তাদের প্রত্যেকে আইনের আওতায় আনা হবে এবং যারা ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির কার্যকরী কমিটির সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে হিসাব ও টাকা পয়সা বুঝে দিতে হবে, তা না হলে তাদের প্রতি আইনগত ব্যবস্থা নেওয়া হবে ও তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ভোমরা সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের আহবায়ক কমিটির সদস্য আসাদুর রহমান আসাদ, রাইসুল হক টকু, সাতক্ষীরা জেলা কৃষক দললের আহ্বায়ক রবিউল ইসলাম, ভোমরা কাস্টমস সি এন্ড এফ এজেন্ট কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলন, সাতক্ষীরা জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক রবেল হোসেন সহ অন্য অন্য অথিতি বন্দ।

এরপর সর্বসম্মতি ক্রমে পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়, আহবায়ক লুৎফর রহমান মন্টু, সদস্য সচিব কিরণ,সদস্য মোহাম্মদ মন্টু, সদস্য খালিদ হাসান, সদস্য মোঃ খোকন। আহ্বায়ক লুৎফর রহমান মন্টু ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির ভবনটা আপনাদের সহযোগিতাযর মাধ্যমে দুইতলা বিশিষ্ট ভবনে রূপান্তর করব এই প্রতিজ্ঞা জ্ঞাপন করেন।