বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে ১শ ২৫ বোতল ফেন্সিডিল সহ আটক ১।


Milon Hossain প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০২৫, ৩:৫৫ অপরাহ্ন /
বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে ১শ ২৫ বোতল ফেন্সিডিল সহ আটক ১।

মিলন হোসেন বেনাপোল,
যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ ১ শ ২৫ বোতল ফেন্সিডিল সহ আবু সাঈদ (২৮)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।সে উত্তর বারপোতা গ্রামের মিজানুর রহমানের ছেলে।ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার ভোরে দক্ষিণ বারপোতা পাকা রাস্তার উপর হতে ফেন্সিডিল সহ তাকে হাতেনাতে আটক করেন।

বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই এমামুল ইসলাম জানান,ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া স্যারের কাছে গোপন খবর আসে মাদক ব্যবসায়ীরা বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল এনে যশোর নেওয়া জন্য বারপোতা পাকা রাস্তার উপর অবস্থায় করছে।
এমন সংবাদের ভিত্তিতে ওসি স্যারের নেতৃত্বে এসআই আমির সহ থানার একটি টিম সেখানে অভিযান চালিয়ে ১ শ ২৫ বোতল ফেন্সিডিল সহ আবু সাঈদ কে হাতেনাতে আটক করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হবে।
এদিকে এলাকার অনেকেই জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া যোগদান করার পর থেকে একের পর এক মাদকের চালান আটক করছে।তিনি বলেন মাদক ব্যবসায়ীরা যত বড়ই শক্তিশালী হোক না কেনো তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে।