যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান ইয়াবা গাঁজা সহ ১৫ মামলার আসামি আটক ।


Milon Hossain প্রকাশের সময় : জানুয়ারী ১৯, ২০২৫, ১০:০৪ অপরাহ্ন /
যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান ইয়াবা গাঁজা সহ ১৫ মামলার আসামি আটক ।

মিলন হোসেন বেনাপোল,
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০০ গ্রাম গাঁজা সহ ইকরাম হোসেন রিপন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।রবিবার সকালে তাকে আটক করা।আটক ইকরাম হোসেন রিপন এর বিরুদ্ধে ১৫ টি মামলা রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর উপপরিচালক জনাব মোঃ আসলাম হোসেন এর সার্বিক তত্ত্ববধানে যশোর ‘ক’ সার্কেল কর্তৃক অভিযান পরিচালনা করে সময় সকাল ১০:৩০ ঘটিকায় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন নওয়াপাড়া ইউপির ০১ নং ওয়ার্ডের বিরামপুর আফজাল মার্কেট মোড় এলাকা হতে আসামী মোঃ একরাম হোসেন রিপন (২৬) কে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী উক্ত গ্রামের মোঃ আকবর আলীর ছেলে। আসামী মোঃ একরাম হোসেন রিপন (২৬) এর বিরুদ্ধে ১০ টি মাদক মামলা সহ মোট ১৫ টি মামলা বিচারাধীন রয়েছে। একই দিন সময় দুপুর ১২:৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে যশোর জেলার কোতয়ালী থানাধীন হৈবতপুর ইউপির কুটি লাউখালি গ্রামস্থ আসামী মোঃ বিপুল মন্ডল (৩০) এর নিজ বসতঘর হতে ৩০০ গাঁজা উদ্ধার করা হয়। পলাতক আসামী মোঃ বিপুল মন্ডল (৩০) উক্ত গ্রামের মৃতঃ শুকুর আলী মন্ডল এর ছেলে। পৃথক এ দুটি ঘটনায় উপপরিদর্শক মোঃ সাইদুর রহমান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেন।