কয়রায় অনলাইন জুয়ায় হেরে গিয়ে, যুবকের আত্মহত্যা ।


Desk News প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৪, ৪:১৫ অপরাহ্ন /
কয়রায় অনলাইন জুয়ায় হেরে গিয়ে, যুবকের আত্মহত্যা ।

নিজস্ব প্রতিবেদক: মোক্তার হোসেন।

অনলাইনে জুয়া খেলে বারবার ব্যর্থ হয়ে খুলনার কয়রায় হানিফ গাজী (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে।
গতকাল রাত ৯ টায় খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামের নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ।জানা গেছে ‌হানিফ ওই গ্রামের মৃত রাজ্জাক গাজীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. রেজাউল করিম।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, হানিফ অনলাইনে জুয়ায় আসক্ত ছিল। সে এই জুয়া খেলায় অনেক টাকা নষ্ট করেছে। রোববার সে তার নিজের মোবাইল অন্য এক জনের কাছে বন্ধক রেখে টাকা নিয়ে অনলাইন জুয়া খেলে হেরে যায়। হেরে যাওয়ায় অভিমানে রাতে বাড়িতে এসে গলায় ফাঁস দেয়। তাৎক্ষণিক বিষয়টি পরিবারের কেউ জানতে পারেনি। দীর্ঘ সময় সে ঘর থেকে বের না হওয়ায় পরিবারের লোকজনদের সন্দেহ হয়। তারপর ঘরের দরজা ভেঙে ঘর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
কয়রা থানার ওসি (তদন্ত) মো. শাহ আলম বলেন, হানিফ গাজীর লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোক্তার হোসেন