বেনাপোল দিয়ে দুই বাংলাদেশী নারীকে হস্তান্তর করলো ভারত।


Milon Hossain প্রকাশের সময় : জানুয়ারী ১৯, ২০২৫, ৪:৫২ অপরাহ্ন /
বেনাপোল দিয়ে দুই বাংলাদেশী নারীকে হস্তান্তর করলো ভারত।

মিলন হোসেন বেনাপোল,
দালালের খপ্পরে পড়ে সীমান্ত পথে ভারতে পাচারের শিকার দুই বাংলাদেশী নারীকে বেনাপোল দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।শনিবার সন্ধ্যায় তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।এ সময় বিজিবি ও বিএসএফ উপস্থিত ছিলেন।

ফেরত আসা নারী রশিদা আক্তার (ছদ্মনাম )বাড়ি রাঙ্গামাটি জেলায়।ও মোসাঃ রেক্সোনা বেগম (ছদ্মনাম )লালমনিরহাট জেলায়।
ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মোঃ আহসানুল কাদের ভূইয়া জানান,ভারতীয় ইমিগ্রেশন পুলিশ দুই বাংলাদেশী নারীকে হস্তান্তর করেছে।
ইমিগ্রেশন পুলিশ কর্তৃক আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাদেরকে বেনাপোল পোর্ট থানার নিকট হস্থান্তর করা হয়েছে।

আটককৃত ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানান দালালের মাধ্যমে সীমান্ত দিয়ে ভারতে যান।পরবর্তীতে বেঙ্গল পুলিশের নিকট আটক হওয়ার পর তাদেরকে একটি এন হোমে রাখা হয়।পরে দুদেশের যোগাযোগের মাধ্যমে আজ দেশে ফিরেছে।